ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে চার ইটভাটাকে ৪৮ লাখ টাকা জরিমানা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
ধামরাইয়ে চার ইটভাটাকে ৪৮ লাখ টাকা জরিমানা ভেকু দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে অবৈধ ইটভাটা। ছবি: বাংলানিউজ

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে অবৈধ ভাবে গড়ে উঠা চার ইটভাটাকে ৪৮ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ইটভাটাগুলো বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাজী তামজীদ আহমেদ বাংলানিউজকে জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে ব্যবসা পরিচালনার জন্য হোসেন ব্রিকসকে ১২ লাখ, ঈগল ব্রিকসকে ১২ লাখ, খান ব্রিকসকে ১২ লাখ ও আমেনা ব্রিকসকে ১২ লাখসহ মোট ৪৮ লাখ টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি ইটভাটাগুলোকে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

ইটভাটাগুলো কোনো আইন না মেনেই ইট পুড়িয়ে আসছিল। এতে পরিবেশের ক্ষতি হচ্ছিলো বলেও জানান বিচারক তামজীদ।

বাংলাদেশ সময়: ০২০৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।