ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু আবিদ হোসেন রূপক। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আবিদ হোসেন রূপক (২৩) নামে  ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

বুধবার (৬ নভেম্বর) রাতে হাজারীবাগের গজমহল এলাকায় ঘটনা ঘটে। রূপক পেশায় ব্যবসায়ী ছিলেন।

 

নিহত রূপকের বড় ভাই মুন্না জানান, পরিবারের সঙ্গে হাজারীবাগ গজমহল এলাকায় থাকতেন রূপক। রাতে ছোট ভাই মাশফিকে সঙ্গে নিয়ে রূপক ওষুধ কিনতে যান। এ সময় কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কে বা কারা রূপককে ছুরিকাঘাত করেছেন এ বিষয়ে তার ছোট ভাই মাশফি কিছুই জানাতে পারেননি।

​হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বাংলানিউজকে জানান, হত্যাকাণ্ডের ঘটনা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ঘটনাটি হাজারীবাগ থানায় জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ  মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।