চলমান আন্দোলনে সংহতি জানিয়ে কনসার্টে গান গাইবেন সিনা হাসান, আহমেদ হাসান সানী, তুহিন কান্তি দাস, নাইম মাহমুদ ও মূইজ মাহফুজ।
এর আগে, সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিল বের করেন উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনকারীরা।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের আবাসিক হলগুলো ফাঁকা হয়ে গেছে। এখন কেউ যদি পরিস্থিতি অস্বাভাবিক করে, তবে তা শৃঙ্খলাবিরোধী কাজ হবে।
পরিস্থিতির অবনতি হলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ভারপ্রাপ্ত প্রক্টর।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
একে