ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাঘারপাড়ায় ৬৭১ বস্তা সরকারি চাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
বাঘারপাড়ায় ৬৭১ বস্তা সরকারি চাল জব্দ

যশোর: যশোরের বাঘারপাড়ায় ৬৭১ বস্তা চালবোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে উপজেলার খাজুরা বাজার এলাকা থেকে চালভর্তি ট্রাকটি জব্দ করা হয়।

বাঘারপাড়ার খাজুরা পুলিশ ক্যাম্পের সহকারী  উপ-পরিদর্শক (এএসআই) শুবেন্দ্র কুমার পাল বাংলানিউজকে জানান, সরকারি চালগুলো কালোবাজারে বিক্রির উদ্দেশে নেওয়া হচ্ছিল সন্দেহে ট্রাকভর্তি চাল জব্দ করা হয়েছে।

প্রাথমিক হিসেব অনুযায়ী এতে ৬৭১ বস্তা চাল রয়েছে। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। এছাড়াও চালের বস্তায় খাদ্য বিভাগের সিল রয়েছে।

তিনি আরও জানান, খাজুরা বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন চালগুলো এনেছিলেন। তার ঘরে নামানোর সময় ট্রাকটি জব্দ করা হয়। খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আফরোজ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে, ব্যবসায়ী দেলোয়ারের দাবি- তিনি ফরিদপুর থেকে চালগুলো কিনেছেন। এ দাবির স্বপক্ষে তিনি চালানও দেখাচ্ছেন।

বাংলাদেশ সময়: ০৬০৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
ইউজি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।