ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আত্মসাৎ ভাতার টাকা ফেরত দিয়ে রেহাই পেলেন সাবেক ইউপি সদস্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
আত্মসাৎ ভাতার টাকা ফেরত দিয়ে রেহাই পেলেন সাবেক ইউপি সদস্য

হবিগঞ্জ: আত্মসাৎ করা বিধবা ও প্রতিবন্ধী ভাতার ৪০ হাজার টাকা ফেরত দিয়েই তবে রেহাই পেয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য লিটন চন্দ্র দাশ।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ ফজলুল হক সেলিমের জিম্মায় তাকে মুক্তি দেওয়া হয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ বিন হাসান।

স্থানীয় সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালে ওই ইউনিয়নের দূর্গাপুর গ্রামের স্বপ্না রাণী দাশের নামে বিধবা ভাতা ও একই গ্রামের প্রতিবন্ধী সমিরন দাসের নামে প্রতিবন্ধী ভাতার কার্ডের বিপরীতে ৪০ হাজার টাকা তুলে আত্মসাৎ করে ফেলেন লিটন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুন নূর বিষয়টি জানতে পেরে মঙ্গলবার কার্ড দুটি জব্দ করে আত্মসাৎকারী সাবেক ওই ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেন। এতে ক্ষিপ্ত হয়ে লিটন ও তার লোকজন সমাজসেবা কার্যালয়ে এসে দুর্ব্যবহার শুরু করেন।

তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পেরে নিজ কার্যালয়ে লিটন ও প্রতারণার শিকার দুই ভাতাভোগীকে নিয়ে বৈঠকে বসেন ইউএনও তৌহিদ বিন হাসান। সেসময় চাপে পড়ে দুজনের আত্মৎসাৎ হওয়া ৪০ হাজার টাকা ফেরত দেন লিটন। পরে উপজেলা চেয়ারম্যানের জিম্মায় তাকে মুক্তি দেওয়া হয়।

ইউএনও তৌহিদ বিন হাসান বাংলানিউজকে জানান, আত্মসাতের ব্যাপারটি প্রমাণিত হওয়ায় ৪০ হাজার টাকা ফেরত দিয়েছেন সাবেক ওই ইউপি সদস্য। পরে মুচলেকা রেখে উপজেলা চেয়ারম্যানের জিম্মায় তাকে মুক্তি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।