ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় দিনব্যাপী বসুন্ধরা চক্ষু হাসপাতালের ফ্রি সেবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
কুষ্টিয়ায় দিনব্যাপী বসুন্ধরা চক্ষু হাসপাতালের ফ্রি সেবা আই ক্যাম্পে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়ায় বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প চলছে। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) কুষ্টিয়া সদর উপজেলার হরিনায়নপুরে দোয়ারকা দাস আগারওয়ালা মহিলা কলেজে এ ক্যাম্পের আয়োজন করা হয়।  

দোয়ারকা দাস ওয়েলফেয়ার সোসাইটি, ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

সকাল ৯টা থেকে শুরু হওয়া এ আই ক্যাম্পে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হবে বিকেল ৫টা পর্যন্ত।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের চোখ পরীক্ষা করে ব্যবস্থাপত্র, ওষুধ ও চশমা দেবেন। সেইসঙ্গে চোখের ছানি অপারেশন করার প্রয়োজন হবে এমন রোগীদের বিনামূল্যে ঢাকায় বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে চোখের ছানি অপারেশন করাবেন।

মঙ্গলবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত আই ক্যাম্পে হরিনায়নপুরের দোয়ারকা দাস আগারওয়ালা মহিলা কলেজে প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার রোগী এসেছেন।

দোয়ারকা দাস ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা পবন কুমার আগারওয়াল জানান, এর আগে দুই দফায় এ চক্ষু ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চার হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। আজকেও প্রায় দুই হাজার রোগীকে চিকিৎসা দেওয়া হবে।

দিনব্যাপী রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন ও বিনামূল্যে চক্ষু অপারেশনের রোগী বাছাই করছেন বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের আই অ্যান্ড কন্টাক্ট লেন্স স্পেশালিস্ট অ্যান্ড সার্জন ডা. এম এ খালেক ও  সিনিয়র কনসালটেন্ট ডা. আবুল কালাম আজাদসহ আটজন চিকিৎসক।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।