ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দাগনভূঞায় আই কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতাল উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
দাগনভূঞায় আই কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতাল উদ্বোধন

ফেনী: ফেনীর দাগনভূঞায় ‘আই কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতাল’ উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে নবনির্মিত হাসপাতালটির প্রাঙ্গণে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।  

এতে প্রধান অতিথি ছিলেন জেলার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহীন মুন্সি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইত বিন করিম।

হাসপাতালের চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠক শেখ আশিকুন্নবী সজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আই কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালের পরিচালক মো. শাহাদাত হোসেন।  

এসময়, উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্লাহ বাঙ্গালী, হাসপাতালের পরিচালক মাওলানা শাহ আলমসহ অন্য কর্মীরা।

হাসপাতালটিতে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার আশ্বাস দিয়েছেন পরিচালক ও চিকিৎসকরা।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এসএইচডি/কেএসডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।