ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্র‌মিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্র‌মিক নিহত

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার গাওরার এলাকায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজী মাসুদ (১৯) নামে এক শ্র‌মিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।  

কাপা‌সিয়া থানার উপ-প‌রিদর্শক (এসআই) ‌মো. আল আ‌মিন বাংলানিউজকে জানান, মাসুদ কাপা‌সিয়া পল্লী বিদ্যুতে শ্র‌মিক হিসেবে কাজ করেন।

দুপুরে কাপাসিয়া উপজেলার গাওরার এলাকায় বিদ্যুতের তারের পাশাপা‌শি থাকা গাছের ডাল কাট‌ছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে কাপা‌সিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত‌ ঘোষণা করেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পু‌লিশ।  

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে বলেও জানান এসআই আল আ‌মিন।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।