ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দারুসসালামে পিস্তলসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
দারুসসালামে পিস্তলসহ আটক ১ র‌্যাবের হাতে পিস্তল-ইয়াবাসহ আটক পলাতক আসামি রুবেল হোসেন।

ঢাকা: রাজধানীর দারুসসালাম এলাকা থেকে বিদেশি পিস্তল ও ১৫শ পিস ইয়াবাসহ ৩০ মামলার পলাতক আসামি রুবেল হোসেনকে (২৬) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ।

মঙ্গলবার ( ১৯ নভেম্বর) র‌্যাব-৪ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ১৮ নভেম্বর  বিকেলে  র‌্যাব-৪ এর একটি দল অভিযান চালায় দারুসসালাম এলাকায়।

এ সময় বিদেশি একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন, দু’রাউন্ড গুলি, এক রাউন্ড রাবার বুলেট এবং ১৫শ পিস ইয়াবাসহ ৩০ মামলার পলাতক আসামি সন্ত্রাসী  রুবেল হোসেন ওরফে পটেটো রুবেল ওরফে ডাকাত রুবেলকে আটক করা হয়। আটক রুবেলের বিরুদ্ধে ঢাকাসহ আশপাশ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আটকের পরও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।