ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পাইকগাছায় ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
পাইকগাছায় ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 

খুলনা: খুলনার পাইকগাছা উপজেলায় ছালাম গাজী (৫৫) নামে এক ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় মনিরুল ইসলাম (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার চাঁদখালী ইউনিয়নের পূর্ব গজালিয়া গ্রামের একটি রাস্তায় এ ঘটনা ঘটে।  নিহত ছালাম গাজী ওই এলাকার মৃত মোহর আলীর ছেলে।

 

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক শেখ বলেন, কে বা কারা রাতে ছালাম গাজীকে কুপিয়ে হত্যা করে গজালিয়া গ্রামের একটি রাস্তার ওপর ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।  

বাংলাদেশ সময়: ০২২১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯ 
এমআরএম/আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।