ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে বাসচাপায় অটোরিকশাযাত্রী নিহত

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
কেরানীগঞ্জে বাসচাপায় অটোরিকশাযাত্রী নিহত

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে বাসের চাপায় সুকচান মণ্ডল (৫২) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (২০ নভেম্বর) রাত  সাড়ে ৮টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন প্রহরিভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

তাদের স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।  

কেরানীগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান,  একটি অটোরিক্সা নবাবগঞ্জ থেকে কেরানীগঞ্জের দিকে আসছিল। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুত পরিবহনের একটি বাস কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের প্রহড়িভিটা এলাকায় অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা সুকচান মণ্ডল ঘটনাস্থলেই মারা যায়। তিনি শাক্তা ইউনিয়নের বড়বাস্তা গ্রামের বাসিন্দা।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। দ্রুত পরিবহনের বাসটিকে জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।