ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রস্তুত আদালত, প্রস্তুত গণমাধ্যম

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
প্রস্তুত আদালত, প্রস্তুত গণমাধ্যম

ঢাকা: সবকিছু ঠিকঠাক থাকলে আর কিছুক্ষণ পরেই ঘোষণা করা হবে হলি আর্টিজান মামলার রায়। দেশের ইতিহাসে অনাকাঙ্ক্ষিত ও ঘৃণ্য এ সন্ত্রাসী হামলার বিচারের দিকে তাকিয়ে দেশ ও গোটা বিশ্ব। ন্যায়ের দণ্ড সমুন্নত রাখতে প্রস্তুত আদালত। আর রায়ের সবশেষ তথ্য প্রকাশ করতে প্রস্তুত দেশি-বিদেশি গণমাধ্যম।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে এ হামলার রায় ঘোষণার দিন। ইতোমধ্যে সকাল ১০টা ২০ মিনিটে আদালত চত্বরে আনা হয়েছে মামলার আসামিদের।

 

এদিন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান মামলার রায় ঘোষণা করবেন। আদালত সূত্রে জানা যায়, আজকের দিনে মামলার কার্যক্রম সম্পর্কিত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে প্রস্তুত গণমাধ্যমকর্মীরা।  

দেশের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বিদেশি গণমাধ্যমেরও ব্যাপক আগ্রহের কেন্দ্র এই রায়। রায় ঘোষণার সঙ্গে সম্পর্কিত সবশেষ তথ্য প্রকাশে একাধিক দল কাজ করছে প্রতিটি গণমাধ্যম থেকে।  

মহানগর দায়রা জজ আদালতপেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মর্মান্তিক এ হামলার পেছনে যারা দায়ী তাদের সর্বোচ্চ শাস্তির দাবি তাদেরও। দেশের একটি প্রথম সারির পত্রিকার ক্রাইম রিপোর্টার জনি রায়হান বলেন, আমরা পেশায় সাংবাদিক বা গণমাধ্যমকর্মী। পেশাগত দায়িত্ব থেকে এই রায় কাভার করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে যে ঘটনার সূত্রপাতে আজকের এই রায়, সেই ঘটনা অনাকাঙ্ক্ষিত, মর্মান্তিক ও ঘৃণ্য। পেশাগত পরিচয়ের বাইরেও এমন হামলার সঙ্গে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি চাই।  

এদিকে আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গণমাধ্যমকর্মী ছাড়া ব্যাগ নিয়ে কাউকে আদালত চত্বরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কোতোয়ালি জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার সাইফুল আলম বলেন, রায় ঘিরে নাশকতার একটা আশঙ্কা তো থাকেই। তবে সবকিছু ছাপিয়ে আইন তার নিজস্ব গতিতে চলবে। এই রায় পৃথিবীর সব অপরাধী ও যারা অপরাধপ্রবণ মানসিকতা পোষণ করে তাদের জন্য এক সতর্কতা। আমাদের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এজেডএস/পিএম/কেআই/টিএম/এসএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।