ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শেষবারের মতো নিজ বাসায় অজয় রায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
শেষবারের মতো নিজ বাসায় অজয় রায়

ঢাকা: ঘরজুড়ে অজস্র স্মৃতি৷ সেই ঘরে শেষবারের মতো এলেন দেশের প্রগতিশীল চিন্তার অন্যতম পথিকৃৎ অধ্যাপক অজয় রায়৷

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টা ৩৫ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের হিমাগার থেকে একুশে পদকপ্রাপ্ত এই পদার্থবিদের মরদেহ নিয়ে অাসা হয় তার বেইলী রোডের বাসভবনে৷

পড়ুন>>ছেলে হত্যার বিচার দেখা হলো না অজয় রায়ের

মরদেহ বাসায় নিয়ে অাসার পর অশ্রুসজল হয়ে পড়েন অজয় রায়ের স্বজনেরা৷ ছোট ছেলে অনুজিৎ রায়, পুত্রবধূ কেয়া বর্মণকে সান্ত্বনা দেন উপস্থিত অন্যান্য স্বজন, প্রতিবেশী ও গুণগ্রাহীরা৷

এখানে ইস্টার্ন হাউজিং অ্যাপার্টমেন্ট কমিটির পক্ষ থেকে তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়৷ৎ

পড়ুন>>অধ্যাপক অজয় রায়ের জীবনাবসান

বাসা থেকে অজয় রায়ের মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে৷ সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় তার নাগরিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হবে৷

এরপর তার মরদেহ নিয়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ ও জগন্নাথ হলে৷

অনুজিৎ রায় জানান, অজয় রায়ের শেষ ইচ্ছা অনুযায়ী চিকিৎসাবিজ্ঞানের গবেষণার জন্য তার মরদেহ ইব্রাহিম মেডিকেল কলেজ ও বারডেম হাসপাতালে দান করা হবে৷

এর আগে সোমবার (০৯ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অধ্যাপক অজয় রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
ডিএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।