ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালুখালীতে অস্ত্র-মাদকসহ জলদস্যু রঞ্জু গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
কালুখালীতে অস্ত্র-মাদকসহ জলদস্যু রঞ্জু গ্রেফতার

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালী উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ রঞ্জু খান (৩৮) নামে এক জলদস্যুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরিফ বাংলানিউজকে এতথ্য জানান।

গ্রেফতার রঞ্জু কালুখালী উপজেলার শেখপাড়া এলাকার বাসিন্দা।

ওসি ওমর শরিফ জানান, রাজবাড়ী পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশে সহকারী পুলিশ সুপার (এএসপি) লাবীব আব্দুল্লাহর (পাংশা সার্কেল) নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২০ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার শেখপাড়ায় অভিযান চালিয়ে জলদস্যু রঞ্জুকে গ্রেফতার করা হয়। সেসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, দুইটি কার্তুজ ও ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। রঞ্জু পাংশা ও কালুখালী উপজেলায় জলদস্যু হিসেবে পরিচিত। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।