ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
ফতুল্লায় যুবকের মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার বুড়িগঙ্গায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার পাগলা মুন্সিখোলা এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়।



ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, জিন্স প্যান্ট ও শার্ট পরনে থাকা ৩৫ বছর বয়সের এক যুবকের মরদেহ বুড়িগঙ্গা নদী দিয়ে ভেসে মুন্সিখোলা এলাকায় তীরে আটকে পড়ে। লাশটির দেহে কোথাও কোনো আঘাতের দাগ নেই। তবে নাক দিয়ে রক্ত বেরুতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে দু’একদিন আগে হয়তো তিনি নদীতে পড়ে ডুবে গিয়েছিলেন।

ময়নাতদন্তের জন্য মরদেহটি পাঠানোর কথা জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।