ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাশিয়ানীতে রিকশাভ্যান থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
কাশিয়ানীতে রিকশাভ্যান থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে রিকশাভ্যান থেকে পড়ে আব্দুল আলিম মোল্লা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২২ ডিসেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আলিম মোল্লা কাশিয়ানী উপজেলার মহেশপুর গ্রামের দলিল উদ্দিন মোল্লার ছেলে।

কাশিয়ানী থানার উপ পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ জানান, একটি রিকশাভ্যানে করে জয়নগর থেকে কাশিয়ানী উপজেলা সদরে যাচ্ছিলেন আলিম মোল্লা। এ সময় ভ্যানটি ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় পৌঁছালে রিকশা ভ্যান থেকে ছিটকে ঢাকা-খুলনা মহাসড়কের উপর পড়ে যান তিনি। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।