ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সলঙ্গায় ফেনসিডিলসহ ৩ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
সলঙ্গায় ফেনসিডিলসহ ৩ বিক্রেতা আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় অভিযান চালিয়ে ৪৭৯ বোতল ফেনসিডিল ও একটি কাভার্ড ভ্যানসহ তিন বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। 

আটক বিক্রেতারা হলেন- নরসিংদী জেলা সদরের প্রতাব গ্রামের হাবিবুর রহমানের ছেলে সাইদুর রহমান (৩২),  মৌলভীবাজার জেলা সদরের সমপাশি গ্রামের নূর ইসলাম মিয়ার ছেলে রুবেল (১৯) ও কুষ্টিয়া জেলা সদরের চর মাইল গ্রামের মৃত ফয়জুদ্দিনের ছেলে দুলাল মিয়া (২৮)।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিপিএসসি সিরাজগঞ্জ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার প্রণব কুমার সরকার।

 

তিনি জানান, শনিবার (২১ ডিসেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিত্তে সলঙ্গা থানা এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ভাই ভাই চা স্টলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় ঢাকাগামী ওই কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৪৭৯ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।