ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
পাকুন্দিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ইউসুফ আলী মাসুদ (৩৮) নামে এক ইউপি সদস্যর মৃত্যু হয়েছে। 

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে শনিবার (২১ ডিসেম্বর) দিনগত রাতে মাসুদকে কুপিয়ে জখম করে পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভূঁইয়া বাজারের পাশের একটি ধান ক্ষেতে ফেলে রাখে দুর্বৃত্তরা।

মাসুদ পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার এবং হোসেন্দী-দড়িপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানা গেছে, শনিবার দিনগত রাতে কে বা কারা মাসুদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ধান ক্ষেতে ফেলে রাখে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে স্থানীয়রা। রোববার বিকেলে সেখানে তার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে মমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) এসএম শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।