ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীর পদ্মায় অবৈধ বালুরঘাট বন্ধের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
রাজশাহীর পদ্মায় অবৈধ বালুরঘাট বন্ধের দাবি

রাজশাহী: রাজশাহীর পদ্মা নদীতে অবৈধ বালুরঘাট বন্ধের দাবি জানানো হয়েছে। একইসঙ্গে পদ্মা নদীর মাঝ দিয়ে রাস্তা নির্মাণ বন্ধেরও দাবি জানানো হয়েছে।

এ দাবিতে সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদের নেতারা।

এসময় বক্তরা বলেন, শহর ঘেঁষা এ পদ্মা নদীকে নিয়ে চলা বালু ব্যবসাকে বন্ধ করতে হবে।

নদী রক্ষায় এবং রাজশাহীর পরিবেশ ও প্রতিবেশ সুস্থ রাখতে আমাদের সবাইকে কাজ করতে হবে। আর যাই হোক, রাজশাহীর স্বার্থে কোনোভাবেই পদ্মাকে গলাটিপে হত্যা করা যাবে না।

মানববন্ধন কর্মসূচি শেষে রাজশাহীর পদ্মা নদী বাঁচানোর জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

মহানগরের তালাইমারী এলাকায় আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন- পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদের আহ্বায়ক মাহবুব টিংকু, সদস্য সচিব নাজমুল হোসেন রাজু, স্বাধীনতা চর্চা কেন্দ্রের আহ্বায়ক ডা. মাহফুজুর রহমান রাজ, উপদেষ্টা আবু সুফিয়ান বাবু, সদস্য আসাদুল হক দুখু, আমিনুর রশিদ খান রুবেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।