ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্বর্ণজয়ী ইতিকে সংবর্ধনা চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
স্বর্ণজয়ী ইতিকে সংবর্ধনা চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের

চুয়াডাঙ্গা: এসএ গেমসের আর্চারিতে তিনটি স্বর্ণ পদক জয়ী ইতি খাতুনকে সংবর্ধনা দিয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। 

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গার মেয়ে ইতিকে সংবর্ধিত করা হয়। এসময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ইতির পরিবারের জন্য ৫ শতক খাস জমি উপহার দেওয়ার ঘোষণা দেন।

জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা ইতির হাতে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার ফরহাদ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট মনিরা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আবুল বাশার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়াদ্দার ও কোচ সোহেল আকরাম।

এসময় স্বর্ণকন্যা ইতি খাতুন বলেন, এতবড় সাফল্য তার ভাবনার বাইরে ছিল। জয়ের পর বিভিন্ন মহলের সহযোগিতা তাকে আরও অনুপ্রাণিত করছে। সামনের অলিম্পিক গেমসের জন্য সে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে। অলিম্পিকে ভালো করার জন্য সবার দোয়া চান তিনি।

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ইতির পরিবার খুব একটা স্বচ্ছল নয়। তারা বসবাসও করে রেলওয়ের জায়গায়। সেসব চিন্তা করে সরকারের পক্ষ থেকে তার পরিবারের জন্য একখণ্ড খাস জমি উপহার দেওয়া হবে। শহরতলীর মণিরামপুর এলাকার ৫ শতক খাস জমিতেই হবে তাদের স্থায়ী আবাস।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।