ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিনিয়র সচিব হলেন ৭ কর্মকর্তা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
সিনিয়র সচিব হলেন ৭ কর্মকর্তা সিনিয়র সচিব হলেন ৭ কর্মকর্তা

ঢাকা: সাতজন সচিবকে সিনিয়র সচিব করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার (২৩ ডিসেম্বর) তাদেরকে সিনিয়র সচিব করে আদেশ জারি করা হয়।

প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) শাহিন আহমেদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম মন্ডল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনকে সিনিয়র সচিব করা হয়েছে।

এই কর্মকর্তাদের আগের কর্মস্থলেই সিনিয়র সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

সরকারে এখন সিনিয়র সচিবের সংখ্যা ১৮ জন। মহাজোট সরকার বিগত সময়ে সিনিয়র সচিবের পদ সৃষ্টি করে। তাদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি।

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এমআইএইচ /এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।