ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন ইউসুফ আলী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন ইউসুফ আলী ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: রংপুর রেঞ্জের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে মনোনীত হয়েছেন পঞ্চগড় জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ইউসুফ আলী।

সোমবার (২৩ ডিসেম্বর) রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে রংপুর রেঞ্জের ৮ জেলার পুলিশ সুপারদের মধ্যে তাকে মনোনীত এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।

জানা যায়, গত অক্টোবর-নভেম্বর মাসে পঞ্চগড় জেলার আইন শৃঙ্খলা পরিচালনায় বিশেষ অবদান রাখায় ইউসুফ আলীকে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে মনোনীত এবং পুরস্কার প্রদান করা হয়।

 

এ সময় উক্ত আইন শৃঙ্খলা পর্যালোচনা মাসিক সভায় রংপুর রেঞ্জের বিভিন্ন কর্মকর্তারা সহ রংপুর রেঞ্জের ৮ জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।