ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘যে কোনো মূল্যে নদী রক্ষা করা হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
‘যে কোনো মূল্যে নদী রক্ষা করা হবে’ বক্তব্য রাখছেন ড. মুজিবুর রহমান হাওলাদার। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: ‌‌যে কোনো মূল্যে অবৈধ দখলদারদের হাত থেকে নদী রক্ষা করা হবে এবং প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার।

মঙ্গলবার (২৪ ডি‌সেম্বর) দুপুরে বরিশাল জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা নদী রক্ষা কমিটির সভায় এক বক্তব্যে একথা বলেন তিনি।

মুজিবুর রহমান হাওলাদার বলেন, নদী দখলদার যত শক্তিশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদী রক্ষা জরুরি। নদীর জায়গা নদীরই থাকবে।  

নদী রক্ষার ব্যয় নির্ধারণ করে তা যথাযথ স্থানে দ্রুত পাঠানোর জন্য জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি।  

সভায় সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। এসময় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা‌দেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ডি‌সেম্বর ২৪, ২০১৯
এমএস/এফএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।