ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মার্কিন রাষ্ট্রদূতের বড়দিনের শুভেচ্ছা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
মার্কিন রাষ্ট্রদূতের বড়দিনের শুভেচ্ছা আর্ল রবার্ট মিলার। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশসহ সারা বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে খ্রিষ্টান ধর্মাবলাম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছাবার্তায় রবার্ট মিলার বলেন, যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে এই বড়দিনের মৌসুম বাংলাদেশে যারা উদযাপন করছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে আমাদের দুই দেশের পারষ্পরিক সম্পর্ক জোরদারকরণে অবদান রাখায় বাংলাদেশে অবস্থানরত আমেরিকান নাগরিক, আমাদের বাংলাদেশি বন্ধু ও সহযোগীদের আন্তরিক ধন্যবাদ জানাই।


শুভ বড়দিন ও শুভ নববর্ষ!

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
টিআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।