ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে দেড় কোটি টাকার ভারতীয় কাপড়সহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
পিরোজপুরে দেড় কোটি টাকার ভারতীয় কাপড়সহ আটক ৪

পিরোজপুর: পিরোজপুরে দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই কাপড়সহ চারজনকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।  

আটকরা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বড় পাথরঘাটা এলাকার নাজেম গোলদারের ছেলে জামাল গোলদার (৫০), বরিশাল জেলার চরমোনাই এলাকার মৃত ইন্তেজ আলী হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার (৫৬), একই এলাকার কালাম খলিফার ছেলে সুরুজ খলিফা (২৫) এবং ভোলা জেলার লালমোহন উপজেলার পরাজগঞ্জ এলাকার খোকন মিস্ত্রির ছেলে জুয়েল মিস্ত্রি।

 

পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে  চোরাকারবারীরা ভারতীয় তৈরি পোশাক চোরাইপথে এনে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে মালামালগুলো বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ০১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।