ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এফডব্লিউএ-এফপিআই গ্রেড উন্নতির দাবিতে বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এফডব্লিউএ-এফপিআই গ্রেড উন্নতির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ঢাকা: পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) ও পরিবার কল্যাণ পরিদর্শকদের (এফপিআই) গ্রেড উন্নয়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন পরিষদ।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সারাদেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে পরিবার কল্যাণ সহকারী ও পরিবার কল্যাণ পরিদর্শকরা অংশগ্রহণ করেন।



মানববন্ধনে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির কেন্দ্রীয় দাবি আদায় কমিটির সভাপতি ফিরোজ আলী তার বক্তব্যে বলেন, পরিবার কল্যাণ সহকারীরা তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে নিয়োগ পেলেও, ২০১২ সালে ১৭তম গ্রেড দিয়ে তাদের চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে পরিপত্র জারি করা হয়েছে। তাই অবিলম্বে ১৭তম গ্রেডের জারি করা পরিপত্র বাতিল করতে হবে।

ফিরোজ আলী আরো বলেন, পরিবার কল্যাণ সহকারী এবং পরিবার কল্যাণ পরিদর্শকদের যথাক্রমে ১২তম এবং ১১তম গ্রেড দিতে হবে। এছাড়া নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন করে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি, পেনশনের সময় কর্মচারীদের বেআইনিভাবে ২০ শতাংশ কর্তন বাতিল, স্বাস্থ্য বিভাগসহ অন্যান্য বিভাগের সঙ্গে বেতন বৈষম্য দূর করা ও কথায় কথায় কর্মচারীদের হয়রানি বন্ধের দাবি জানান এ নেতা।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘন্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
আরকেআর/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।