ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিকলীতে পাইপগান উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
নিকলীতে পাইপগান উদ্ধার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি পাইপগান উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার কুর্শা গ্রামের পশ্চিমপাড়া পল্লীকানন বিদ্যা নিকেতনের পাশে আম গাছের নীচ থেকে পাইপগানটি উদ্ধার করা হয়।  

র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান বাংলানিউজকে জানান, প্রভাব বিস্তারের জন্য দুর্বৃত্তদের অস্ত্র ও গোলাবারুদ মজুদ করার খবর পেয়ে রাতে ওই এলাকায় যায় র‌্যাবের একটি দল।

পরে সেখানকার একটি আম গাছের নীচ থেকে পরিত্যক্ত অবস্থায় পাইপগানটি উদ্ধার করা হয়।  

এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের আটক করতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত পাইপগানটি নিকলী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘন্টা, ডিসেম্বর ২৮, ২০১৯ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।