ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে ৮৯০ পিস অ্যাম্পুলসহ দম্পতি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৩, ডিসেম্বর ২৯, ২০১৯
পাঁচবিবিতে ৮৯০ পিস অ্যাম্পুলসহ দম্পতি আটক

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে নেশা জাতীয় ৮৯০ পিস ইনজেকশন অ্যাম্পুলসহ মাদকবিক্রেতা দম্পতিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার নওদা সরদারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- দিনাজপুরের হাকিমপুর উপজেলার চেংগ্রামের রবিউল ইসলাম ও তার স্ত্রী মিতু আক্তার।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সরদারপাড়া এলাকায় থেকে মাদকবিক্রেতা ওই দম্পতিকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি করে নেশা সৃষ্টিকারী অ্যাম্পুলগুলো জব্দ করা হয়। আটকদের নামে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।