ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

সামরিক মর্যাদায় সাবেক কর্নেল মোতাহার খানের দাফন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
সামরিক মর্যাদায় সাবেক কর্নেল মোতাহার খানের দাফন

হবিগঞ্জ: সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে হবিগঞ্জের কৃতি সন্তান সেনাবাহিনীর সাবেক কর্নেল মোতাহার হোসেন খানকে (৮৩)। 

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে বানিয়াচং উপজেলার এড়ালিয়া মাঠে তৃতীয় জানাজা শেষে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার করে।

এর আগে হবিগঞ্জ স্টাফ কোয়ার্টার স্কুল মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়।

তিনি হবিগঞ্জের সাবেক এমএলএ (মেম্বার অব প্রভিনশিয়াল পার্লামেন্ট) মরহুম নুরুল হোসেনের ছোট ছেলে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় মোতাহার হোসেন খানের মরদেহ নিউইয়র্ক থেকে ঢাকায় পৌঁছে। এরপর রাতে তার মরদেহ হবিগঞ্জ স্টাফ কোয়ার্টার রোডের ‘তুপচি মঞ্জিল’ বাসায় নিয়ে আসা হয়।

বানিয়াচংয়ে জানাজার আগে তার স্মৃতিচারণ করেন সাবেক মন্ত্রী সিরাজুল হোসেন খানের ছেলে বিশ্বব্যাংকের আরবান স্পেশালিস্ট জাহেদ হোসেন খান, সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরী, মরহুমের সন্তান হেদায়েত হোসেন খান ও হেমায়েত হোসেন খান।

জানাজায় ইমামতি করেন বানিয়াচং আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসেন খান।

পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার (২৩ ডিসেম্বর) নিউইয়র্কের একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক এ কর্নেল। সেখানে তার প্রথম জানাজা হয়।

তিনি স্ত্রী, দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।