ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
সিলেটে শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার

সিলেট: সিলেটে নজরুল ইসলাম (৪২) নামে এক শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নজরুল ইসলাম লাউতা ইউনিয়নের নন্দিরফল গ্রামের খলিল মিয়ার ছেলে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে জেলার বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের টিকরপাড়া ও নন্দিরফল গ্রামের মধ্যবর্তী স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সিলেটের বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা নজরুল ইসলামকে গলা কেটে হত্যা করেছে।

নিহতের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ০৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
এনইউ/এইচএমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।