রোববার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়া ও শৈত্যপ্রবাহের পাশাপাশি সূর্যের মুখ দেখা গেছে।
এর আগে, সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা কয়েক ঘণ্টার ব্যবধানে আরও নিচে নেমে যায়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।
বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
এনটি