ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ৭.৯

বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
শ্রীমঙ্গলে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ৭.৯ কুয়াশার উপস্থিতিতে চা বাগানের দৃশ্যপট। ছবি: বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন

মৌলভীবাজার: দেশের শীতল অঞ্চল হিসেবে পরিচিত চায়ের রাজধানী শ্রীমঙ্গলে জেঁকে বসেছে শীত। আবহাওয়া অফিস রোববার (২৯ ডিসেম্বর) শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এটিই শ্রীমঙ্গলে শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

এমন হিমশীতল তীব্রতায় দুর্বিষহ হয়ে উঠেছে নিম্নমধ্যবিত্ত ও ছিন্নমূল মানুষদের জীবন। চাদরসহ গরম কাপড় গায়ে জড়িয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণে চেষ্টা করে চলেছেন তারা।

তবে সূর্যের তাপ বাড়ার সঙ্গে সঙ্গে শীত অপেক্ষাকৃত কম অনুভূত হচ্ছে। শ্রীমঙ্গল উপজেলার চা বাগানগুলোতে শীতের তীব্রতা তুলনামূলক বেশি। এদিকে স্থানীয় আবহাওয়া অফিস মনে করছে, আগামী অল্প কয়েকদিনের মধ্যেই চলমান তাপমাত্রা আরও নেমে হাঁড়কাপানো শীত আসবে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী মো. জাহেদুল ইসলাম মাসুম বাংলানিউজকে বলেন, রোববার শ্রীমঙ্গলে তাপামাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (২৮ ডিসেম্বর) ছিল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শীতের পাশাপাশি শ্রীমঙ্গলে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ।

তিনি বলেন, এ তাপমাত্রা আরও কমার কথা রয়েছে। কমে আরও দু’তিন দিন একই রকম থাকার কথা। এছাড়া, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আবার তামমাত্রা কমে বাড়বে শীতের তীব্রতা।

তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলো ‘মৃদু শৈত্যপ্রবাহ’। ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে এটা ‘মাঝারি শৈত্যপ্রবাহ’। ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে ‘তীব্র শৈত্যপ্রবাহ’। এ তথ্য জানান আবহাওয়া সহকারী মো. জাহেদুল ইসলাম।

রোববার সকালে ভাড়াউড়া চা বাগানে গিয়ে দেখা যায়, শ্রমিকরা জড়ো হয়ে আগুন জ্বালিয়ে উষ্ণতার উত্তাপ নিচ্ছেন। শুধু বয়স্করাইও নয়, অংশ নিয়েছে শিশুরাও।

চা শ্রমিকদের শীত নিবারণের চেষ্টা।  ছবি : বিশ্বজিৎ ভট্টাচার্য বাপনএকই বাগানের অপর লাইনে গিয়ে দেখা যায়, শীতের হাত থেকে বাঁচতে গরুর গায়ে বস্তা জড়িয়ে দেওয়া হয়েছে। যদি মেলে একটু উষ্ণতা!
 
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
বিবিবি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।