ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সংসদ সদস্যের পদ ছেড়ে দিলেন তাপস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
সংসদ সদস্যের পদ ছেড়ে দিলেন তাপস ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ঢাকা: জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়িয়েছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পরই তিনি পদত্যাগ করেন।  

তিনি ঢাকা-১০ আসনের সংসদ সদস্য।

 

রোববার (২৯ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। তার ব্যক্তিগত সহাকারী তারেক শিকদার বাংলানিউজকে  জানিয়েছেন, ফজলে নূর তাপস নিজে গিয়ে স্পিকারের কাছে পদত্যাপত্র জমা দিয়ে এসেছেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দফতর থেকে জানানো হয়েছে, বেলা দেড়টার দিকে শেখ ফজলে নূর তাপস স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এরইমধ্যে তা গ্রহণ করা হয়েছে। যে কোনও সময় তার আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হবে।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পান ব্যারিস্টার  তাপস।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থী হিসেবে শেখ ফজলে নূর তাপসের নাম ঘোষণা করেন।  

এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাপস।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
এসকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।