ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

গাজীপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৫, ডিসেম্বর ২৯, ২০১৯
গাজীপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ১

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে একজন নিহত হ‌য়ে‌ছেন।

রোববার (২৯ ডি‌সেম্বর) দুপু‌রে উপজেলার নিশ্চিন্তপুর এলাকার ‘লিবাস টেক্সটাইল’ মিলে এ ঘটনা ঘ‌টে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নামপরিচয় জানা যায়নি।

কা‌লিয়া‌কৈ‌র মৌচাক পু‌লিশ ফাঁ‌ড়ির ইনচার্জ মোজা‌ম্মেল হক বাংলানিউজকে জানান, নিশ্চিন্তপুর এলাকার লিবাস টেক্সটাইল মিলের নির্মাণাধীন একতলা ভবনের ছাদ ধসে প‌ড়ে। এসময় একজন নি‌চে চাপা প‌ড়েন। তাৎক্ষণিকভাবে তা‌কে উদ্ধার ক‌রে  শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

কা‌লিয়া‌কৈর ফায়ার সা‌র্ভি‌সের স্টেশন অ‌ফিসার মো. কবীরুল আলম জানান, খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভি‌সের কর্মীরা ঘটনাস্থ‌লে গি‌য়ে উদ্ধার কাজ শুরু ক‌রে। ত‌বে ধসে যাওয়া ছা‌দের নিচে কেউ নেই ব‌লে জানিয়েছে শ্র‌মিকরা। এরপরও উদ্ধার কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।