ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বুড়িগঙ্গা থেকে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
বুড়িগঙ্গা থেকে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ জব্দ হওয়া শাড়ি ও থ্রি-পিস। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে প্রায় তিন কোটি টাকার বিপুল পরিমান ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছেন নৌ-বাহিনীর কোস্টগার্ড সদস্যরা।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে পাগলা কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লে. এম এম আসিফ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, ভোরে রাজধানীর পোস্তগোলা সেতু সংলগ্ন কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বুড়িগঙ্গা নদীতে সন্দেহভাজন একটি বাল্কহেড আটক করা হয়।

পরে তল্লাশি করে সেখান থেকে পাওয়া বিপুল পরিমান ভারতীয় চোরাচালান করা শাড়ি ও থ্রি-পিস জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারির সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।

এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ও নদীপথে সব ধরনের চোরাচালানি রোধে অভিযান চলবে বলে জানিয়েছে কোস্টগার্ড।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।