ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রৌমারীতে গাছচাপায় যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
রৌমারীতে গাছচাপায় যুবকের মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় শিমুল গাছ কাটার সময় চাপা পড়ে এরশাদুল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর কবরস্থান পাড়ার সোরমান আলীর বাড়িতে শিমুল গাছ কাটার সময় গাছের চাপা পড়ে তার মেয়ে জামাই এরশাদুল ইসলামের মৃত্যু হয়।

এরশাদুল ইসলাম বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী গ্রামের মো. সহিদ আলীর ছেলে এবং পেশায় আইক্রিম বিক্রিতা ছিলেন।

বন্দবেড় ইউনিয়ন পরিষদের ৫নম্বর ওয়ার্ড কমিশনার মো. কাবিল উদ্দিন বাংলানিউজকে বলেন, শ্বশুরবাড়ির বড় শিমুল গাছ কাটার সময় চাপা পড়ে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।