ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লালমোহনে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
লালমোহনে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

ভোলা: ভোলায় জেঁকে বসেছে শীত। গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও কমে গেছে। রোববার (২৯ ডিসেম্বর) দিনের তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এতে শীতের প্রকোপ বেড়ে গিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। 

বিশেষ করে ছিন্নমূল দরিদ্র পরিবারগুলো পড়েছে বিপাকে। এই অসহায় দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

 

সকাল থেকে দুপুর পর্যন্ত তার নির্বাচনী এলাকা লালমোহন উপজেলার কালমা ও ধলীগৌরনগর ইউনিয়নের ১৪শ শীতার্ত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি। ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠ ও কালমা ইউপি কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কম্বল বিতরণ করেন।  

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।