ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দাগনভূঞায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
দাগনভূঞায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

ফেনী: ফেনীর দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নে প্রশাসনের হস্তক্ষেপে এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে।

রোববার (২৯ ডিসম্বের) দুপুরে ইউনিয়নের উত্তর আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার জয়লস্কর ইউনিয়নের উত্তর আলমপুর গ্রামে এক কিশোরীকে বাল্যবিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে।

খবর পেয়ে সেখানে ছুটে যান উপজেলা প্রশাসনের ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) মোজাম্মেল হক চৌধুরী।

তাৎক্ষণিকভাবে তিনি বিয়ে বন্ধ করে দেন এবং ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার জন্য তার বাবা-মাকে বোঝান। এর পর মেয়ের বাবা-মা তাদের ভুল বুঝতে পেরে ক্ষমা চান এবং মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে অঙ্গীকার করেন। এসময় স্থানীয় জয়লষ্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলনকে এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখার জন্য দায়িত্ব দেন এসিল্যান্ড মোজাম্মেল হক চৌধুরী।

এ সময় উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করেন দাগনভূঞা থানা পুলিশ, জয়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।