ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যশোরে বাসের ধাক্কায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
যশোরে বাসের ধাক্কায় নিহত ১

যশোর: যশোরের মনিরামপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় শিহাব হোসেন (১৮) নামে এক আলমসাধু চালক নিহত হয়েছেন।

রোববার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের মনিরামপুর উপজেলার চিনাটোলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত শিহাব মনিরামপুর পৌর এলাকার জয়নগর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।

 

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শিকদার মতিয়ার রহমান বাংলানিউজকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা থেকে যশোরগামী বাসটি (ঢাকা ব-১৪-৬৪৪০ ) আলমসাধুর চালককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এছাড়া বাস ও চালককে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ০২০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
ইউজি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।