তাপমাত্রার এমন ওঠা-নামায় চরম ভোগান্তিতে রয়েছে জেলার সাধারণ মানুষ। উত্তর থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়ার দাপট না কমায় জবুথবু হয়ে পড়েছে জনজীবন।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ১ ডিগ্রি। একইদিন দেশের মধ্যে সর্বনিম্ন ৪ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। যা সোমবার সকাল ৬টায় ৫ দশমিক ৭ ডিগ্রিতে গিয়ে পৌঁছায়।
আরও পড়ুন>>>পঞ্চগড়ে আবারও কমেছে তাপমাত্রা, নেমেছে ৪.৫ ডিগ্রিতে
বাংলাদেশ সময়: ০৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
এসএ/