ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে তাপমাত্রা বেড়ে ৫.৭ ডিগ্রিতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
পঞ্চগড়ে তাপমাত্রা বেড়ে ৫.৭ ডিগ্রিতে

পঞ্চগড়: দেশের উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত রোববার (২৯ ডিসেম্বর) দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। যা বেড়ে সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৭ ডিগ্রি।

তাপমাত্রার এমন ওঠা-নামায় চরম ভোগান্তিতে রয়েছে জেলার সাধারণ মানুষ। উত্তর থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়ার দাপট না কমায় জবুথবু হয়ে পড়েছে জনজীবন।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ১ ডিগ্রি। একইদিন দেশের মধ্যে সর্বনিম্ন ৪ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। যা সোমবার সকাল ৬টায় ৫ দশমিক ৭ ডিগ্রিতে গিয়ে পৌঁছায়।

আরও পড়ুন>>>পঞ্চগড়ে আবারও কমেছে তাপমাত্রা, নেমেছে ৪.৫ ডিগ্রিতে

বাংলাদেশ সময়: ০৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।