ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে দুস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
সৈয়দপুরে দুস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের এক হাজার অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলা শহরের উপকন্ঠে ঢেলাপীর এলাকায় আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়।  

নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে থেকে শীতার্তদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন।

উপজেলার কৃতি সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রিউম্যাটোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নীলফামারীর সৈয়দপুরের অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-১ জিয়াউল হক জিয়া, পৌর কাউন্সলির শাহিন হোসেন, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, সাংবাদিক সাকির হোসেন বাদল ও এমএ করিম মিস্টার প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা এলাকার এক হাজার অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের হাতে একটি করে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও কম্বল নিতে আসা শীতার্তদের মিষ্টিমুখ করানো হয়েছে।  

অনুষ্ঠানে সৈয়দপুরে বিভিন্ন শ্রেণী-পেশার অসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।