ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টেকনাফে র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়, রোহিঙ্গা ডাকাত নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
টেকনাফে র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়, রোহিঙ্গা ডাকাত নিহত

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে হ্নীলার নয়াপাড়া শরণার্থী শিবিরে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে দুই র‌্যাব সদস্য গুলিবিদ্ধ হন। এসময় দুইপক্ষের মধ্যে গোলাগুলিতে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন।

নিহত রোহিঙ্গা ডাকাতের নাম আনোয়ার সাদেক (৩৫) বলে নিশ্চিত করেছে র‌্যাব।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে এ ঘটনা ঘটে।

এ সময় আহত মোহাম্মদ ইমরান ও শাহাব উদ্দিন নামের দুই র‌্যাব সদস্য আহত হন। দুজনই কক্সবাজার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৫) টেকনাফ ক্যাম্পের সদস্য।  

র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রবিউল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন>> রোহিঙ্গা ক্যাম্পে দুই র‌্যাব সদস্য গুলিবিদ্ধ

তিনি বলেন, বিকেলে মাদকবিরোধী অভিযানে গেলে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় রোহিঙ্গা ডাকাত দল। এতে দুই র‌্যাব সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।  পরে ঘটনাস্থল থেকে আনোয়ার সাদেক নামের এক ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ ও অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত সাদেক রোহিঙ্গা ডাকাত জাকিরের সহযোগী।

বাংলাদেশ সময়: ০১৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
এসবি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।