ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, যান চলাচল বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
খিলগাঁওয়ে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, যান চলাচল বন্ধ

ঢাকা: রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের নিচে বগি ছাড়া ট্রেনের একটি ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। ফলে রাস্তার যান চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনাটি ঘটে। তবে রেলওয়ে থানা পুলিশ বলছে এই ঘটনায় কোনো হতাহত হয়নি।

ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) (এসআই) মির্জা মোহাম্মদ মুক্তা ঘটনাস্থল থেকে বাংলানিউজকে জানান, কমলাপুর রেলস্টেশন থেকে বগি ছাড়া একটি ইঞ্জিন প্রতিদিনের মতো খিলগাঁও রেলগেট হয়ে আবার কমলাপুরে রেল স্টেশন প্লাটফর্ম ফিরে যায়। যথাস্থানে ট্রেনটি না ঘুরে সেটা একটু রেললাইনে সামনের দিকে গিয়ে লাইনচ্যুত হয়। এতে আহত বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ট্রেনে ধাক্কায় একটি রিকশা ক্ষতিগ্রস্ত হয়। তবে শাজাহানপুর আমতলা থেকে খিলগাঁও রেলগেট গামী এক্সাইড রাস্তাটি বন্ধ আছে। ইঞ্জিনটি যথাস্থান ছেড়ে সামনের দিকে যাবার কথা নয়। কেন গিয়েছে বিষয়টা বুঝতে পারছি না। আনাড়ি কোনো ড্রাইভার হতে পারে বলে তিনি জানান।

তিনি আরো জানান, আপ ডাউন রেললাইন দুটি চালু আছে। এই ইঞ্জিন তৃতীয় একটি লাইনে চলছিল।

বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
এজেডএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।