ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিরামপুরে অস্ত্র-ইয়াবাসহ দম্পতি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
বিরামপুরে অস্ত্র-ইয়াবাসহ দম্পতি আটক

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলা গ্রাম থেকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শনিবার (৪ জানুয়ারি) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেন।

আটকরা হলেন- কাটলা বাজার গ্রামের আজাহার আলীর ছেলে মমিনুর ইসলাম মনির (৩৪) ও তার স্ত্রী মনিরা আক্তার (২৬)।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ জানুয়ারি সন্ধ্যায় কাটলা গ্রামে অভিযান চালায় র‌্যাব। অভিযানে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবাসহ মনির ও তার স্ত্রী মনিরাকে আটক করা হয়।  

এ ব্যাপারে তাদের নামে বিরামপুর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।