রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে ঢাকার স্কয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল আলম প্রদান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে সাবেক এমপি রহমত আলী কিডনি, ডায়াবেটিস ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
তিনি গাজীপুরের শ্রীপুরে ১৯৯১ সাল থেকে দশম জাতীয় সংসদ পর্যন্ত ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রবক্তা। তার মেয়ে রুমানা আলী টুসী একাদশ জাতীয় সংসদে ১৪ নম্বর সংরক্ষিত মহিলা আসনের এমপি।
এদিকে সাবেক এমপি রহমত আলীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সংস্কৃতি বিষয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
আরও পড়ুন>>
সাবেক এমপি রহমত আলীর মৃত্যুতে স্পিকারের শোক
সাবেক এমপি রহমত আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
আরএস/এএটি