সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় বেলুন ও পায়রা উড়িয়ে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ সময় দলীয় নৃত্য পরিবেশিত হয়।
রাজশাহী সিটি করপোরেশনের সহযোগিতায় জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ এ উৎসবের আয়োজন করেছে। এতে পৃষ্ঠপোষকতা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
উৎসবের উদ্বোধনকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মেয়রপত্নী শাহীন আকতার রেনী উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পিঠা উৎসব উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা নাট্যব্যক্তিত্ব ম হামিদ।
এতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম। এছাড়া বক্তব্য রাখেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ রাজশাহী বিভাগের আহ্বায়ক অধ্যাপক মলয় ভৌমিক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব কামার উল্লাহ সরকার। এতে অন্যদের মধ্যে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ঐতিহ্য মানে পিঠা পার্বণ। এ ঐহিত্য যাতে হারিয়ে না যায় সেজন্যই এ উৎসবের আয়োজন। এ আয়োজন অনেক সুন্দর হয়েছে।
তিনি আরও বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী পাটি সাপটা পিঠাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ও ব্র্যান্ডিং করার ব্যাপারে কাজ করবো। আগামীতে যাতে রাজশাহীতে প্রতিবছর স্থানীয়ভাবে পিঠা উৎসব আয়োজন হয়, তাতে সহযোগিতা করবো।
পিঠা উৎসবে দেশের বিভিন্ন অঞ্চলের ২৪টি স্টল বসেছে। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এ উৎসব চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
এসএস/আরবি/