ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে পূর্ণ সহযোগিতার আশ্বাস কম্বোডিয়ার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
রোহিঙ্গা প্রত্যাবাসনে পূর্ণ সহযোগিতার আশ্বাস কম্বোডিয়ার

ঢাকা: অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান ন্যাশনস'র (আসিয়ান) সদস্য দেশ হিসেবে কম্বোডিয়া রোহিঙ্গা প্রত্যাবাসনে পূর্ণ সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি মেঘনায় বাংলাদেশ-কম্বোডিয়া যৌথ কমিশনের অনুষ্ঠিত প্রথম বৈঠকে এ আশ্বাস জানানো হয়। এদিন বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে ফরেন অফিস কনসালটেশনও (এফওসি) সই হয়।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। কম্বোডিয়া প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়াত সোফিয়া।

বৈঠক শেষে কম্বোডিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়াত সোফিয়া সাংবাদিকদের বলেন, আসিয়ানের সদস্য দেশ হিসেবে রোহিঙ্গা প্রত্যাবাসনে কম্বোডিয়া বাংলাদেশকে পূর্ণ সহযোগিতা করবে। এছাড়া আমরা দুই দেশ একযোগে মুজিববর্ষ পালন করতেও একমত হয়েছি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, দুই দেশের মধ্য এফওসি সই হয়েছে। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সদস্য দেশ হিসেবে কম্বোডিয়ার সহযোগিতা চেয়েছি আমরা। তারা এ বিষয়ে সহযোগিতা করবে বলা জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি, ২০২০
টিআর/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।