ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাটুরিয়া-নগরবাড়ী নৌপথে ফেরি চালু হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
পাটুরিয়া-নগরবাড়ী নৌপথে ফেরি চালু হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

পাবনা: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, খুব শিগগিরই পাটুরিয়া-নগরবাড়ী নৌপথে ফেরি চালু করা হবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নগরবাড়ী ঘাট সংলগ্ন এম এইচ ডিপি  মডেল স্কুল মাঠে নগরবাড়ী আধুনিক নদী বন্দর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, নাব্যতা সংকটের কারণে দীর্ঘদিন ধরে পাটুরিয়া-নগরবাড়ী নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে এনে এই নৌপাথে আবারও ফেরি চলাচলের ব্যবস্থা করা হবে।  

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নগরবাড়ীর পরে সিরাজগঞ্জের শাহজাদ উপজেলার বাঘাবাড়ী নদী বন্দরও আধুনিকায়ন করা হবে। নগরবাড়ী নৌবন্দরের কার্যক্রম শুরু হলে বঙ্গবন্ধু সেতুতে যানবাহনের চাপ কমে যাবে।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান গোলাম সাদেকের সভাপতিত্বে বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক কবির মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, মানিকগঞ্জের শিবালয় উপজেলার চেয়ারম্যান রেজাউর রহমান খান, সুজানগর উপজেলার চেয়ারম্যান শাহীনুজ্জামান, আটঘোড়িয়া উপজেলার চেয়ারম্যান তানভীর ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে পাবনার বেড়া উপজেলার আমিনপুরের নগরবাড়ী ঘাটে ৫১৩ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে আধুনিক নদীবন্দর ‍নির্মাণ করা হবে। ২০২১ সালের জুন নাগাদ প্রকল্পের কাজ শেষ হবে।  

নগরবাড়ী আধুনিক নদীবন্দরের কার্যক্রম শুরু হলে দেশের বিভিন্নস্থান হতে আগত জাহাজগুলোর সড়ক পথে উত্তরাঞ্চলে সহজে পৌঁছাতে পারবে।  

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
এসই/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।