ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
রাজশাহীতে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহীর বাঘায় আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তানভীর আহম্মেদ (২২) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।

তানভীর বাঘা উপজেলার কলিগ্রাম এলাকার জাফর ইকবালের ছেলে।

তিনি বাঘা শাহদৌলা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, নিহত কলেজছাত্র মাদকাসক্ত ছিলেন। এখন কোনো কারণে কেউ তাকে হত্যার পর গাছে ঝুলিয়ে দিয়েছে, না তিনি আত্মহত্যা করেছেন, সেটি নিশ্চিত হওয়া যাচ্ছে না।

তিনি জানান, সকাল ৮টার দিকে প্রতিবেশী এক গৃহবধূ বাড়ির পাশের আমগাছে গলায় মাফলার জড়ানো তানভীরের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় আপাতত থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে। পরে ময়নাতদন্তের প্রতিবেদনে অন্য কিছু পাওয়া গেলে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এসএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।