ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে জাতীয় পাট দিবস পালন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, মার্চ ৬, ২০২০
রাজশাহীতে জাতীয় পাট দিবস পালন

রাজশাহী: ‘সোনালী আঁশের সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে জাতীয় পাট দিবস পালন করা হয়েছে। 

দিবসটি উপলক্ষে শুক্রবার (৬ মার্চ) সকাল ৯টার দিকে নওহাটা জুট মিলের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি রাজশাহী জুট মিলের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে পুনরায় জুটমিল গেটে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান সিনিয়র সচিব রইসুল আলম মণ্ডল, পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনসুর রহমান ও জুট মিলের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।